নীলফামারীর সৈয়দপুুর শহরের বাঙ্গালীপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মের্সাস সিটি ট্রেডাসের স্বত্বাধিকারী সুশীল কুমার দাস এর সহধমিনী ও রানু এগ্রো লিমিটেডের চেয়ারম্যান শ্যামলী রানী দাসের সামাজিক দুরত্ব বজায় রেখে আজ সোমবার দুপুরে কামারপুকুর আইসঢাল কলাবাগানে অবস্থিত রানু এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উত্তর দিকে ধমীয় শাস্ত্র মোতাবেক তার সৎকার্য সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,হিন্দু কল্যাণ সমিতির সা: সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শহীদ পরিবারের সন্তান অমিত কুমার আগরওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুমার পোদ্দারসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ। উল্লেখ যে গত ১০ জানুয়ারী বাংলাদেশ সময় সন্ধ্যা পনে ৭ টায় ভারতের হায়দ্রবাদ এ আইজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।