মুম্বাই চলচ্চিত্রের দুই সুপার স্টার সালমান খান ও শাহরুখ খান অবশেষে ‘পাঠান’ ছবিতে মুখোমুখি হতে যাচ্ছেন। এই দুই তারকাকে মুম্বাইতে বলা হয় এক একজন স্বতন্ত্র ইন্ডাষ্ট্রি। ইয়ন টিভি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে যশরাজ ফিল্মসের এই ছবিটির শুটিং শুরু হবে এবং সেখানেই দীর্ঘদিন পর দুই খানের দেখা হবে।
ছবিটিকে ওয়র থ্রিলার বলা হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ ইতোমধ্যেই যুদ্ধ দৃশ্য পরিচালনায় পটুতা দেখিয়েছেন। তিনি যুদ্ধের দৃশ্য পরিচালনা করবেন। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ‘ভারত’ চলচ্চিত্র খ্যাত অভিনেতা সালমান খান যশরাজ ষ্টুডিওতেই শাহরুখ খানের সঙ্গে কাজ করবেন।