1. [email protected] : Rangpur24 :
সাংবাদিকদের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ ও জাতীয় কল্যাণ তহবিল গঠনের বিকল্প নেই -
সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৫০ অপরাহ্ন

সাংবাদিকদের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ ও জাতীয় কল্যাণ তহবিল গঠনের বিকল্প নেই

  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯ Time View

সাংবাদিকদের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ ও জাতীয় কল্যাণ তহবিল গঠনের বিকল্প নেই
সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ জাতির উন্নয়ন হওয়ার পাশাপাশি সকল ধরণের অপরাধ প্রবণতা কমে যায়। সেই সাংবাদিকদের খবর অনেকেই রাখেন না।

সাংবাদিক পরিবারের খোঁজ-খবর নেয়ার মানসিকতা দরকার। দেশ ও জাতির উন্নয়ন হয়েছে সাংবাদিকদের লেখা ও দেখানোর ভুমিকার কারণে। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার সাথে সাথে সরকারীভাবে কল্যাণ তহবিল গঠনের বিকল্প নেই। সাংবাদিক মারা যাওয়া, অসুস্থ্য কিংবা দুর্ঘটনা জনিত কারণে বাড়ীতে পড়ে থাকার পর সেই সাংবাদিক পরিবারের অনেকেই খবর রাখেন না।
গত সোমবার বিকেলে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর শাপলা চত্বরস্থ সংগঠন কার্যালয়ে রংপুরের প্রয়াত সাংবাদিক হাজী মারুফ, মশিউর রহমান উৎস বাবু’র ,সৈয়দ আবুল হাসনাত লাবলু’র ও সাংবাদিক আশিকুর রহমান তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। রংপুর জেলা শাখার সভাপতি মোছাদ্দেক হোসেন রাঙা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম লিটন।
বিটিএসকেএস এর সাংগঠনিক সম্পাদক সংবাদ ও সমাজকর্মী এস.এম জাকির হুসাইনের স ালনায় স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত আলোচক রংপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবার রহমা মঞ্জু, রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, সিটি প্রেসক্লাব রংপুর এর হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল হাসনাত লাবলু’র সহধর্মীনি রিক্তা হাসনাত, প্রয়াত সাংবাদিক মশিউর রহমান উৎস’র বোন মোর্শেদা বেগম সুইটি, সিনিয়র সাংবাদিক ওবায়দুল মজিদ, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, মিডিয়া সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আশরাফ খান কিরন, তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাব সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল ইসলাম বসুনিয়া, ভোক্তা অধিকার রংপুর জেলা সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিসিএস কমফিডেন্স এর পরিচালক মনির হোসেন, এ্যাডঃ খাদেমুল ইসলাম, চেতনা ৭১নিউজ বিডি ডটকম এর প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান বিপ্লব, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি রংপুর জেলা শাখার সহ সভাপতি হাফিজুর রহমান মানিক, মিঠাপুকুরের ডেইলী সান’র মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান জীবন,
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক শরিফুল ইসলাম সম্্রাট, দৈনিক দাবানলের বার্তা সম্পাদক জিএম জয়, আল ফালাহ্ ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক মোঃ হাদিবুজ্জামান, প্রথম খবরের মহানগর প্রতিনিধি আপেল মাহমুদ, দৈনিক প্রথম সূর্যদয় এর কালীগঞ্জ প্রতিনিধি মমিনুর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম জীবন, প্রয়াত সাংবাদিকগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মহসীন আলী রেজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Theme Customized By BreakingNews