ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। এদিনসন কাভানি ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ইউনাইটেড ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আবদুলাই দুকুরে ও হামেস রদ্রিগেস। স্কট ম্যাকটমিনে স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ডমিনিক ক্যালভার্ট-লুইন।
এই ম্যাচ জিতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলার সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। কাজে লাগাতে পারল না তারা। গত নভেম্বরে প্রথম দেখায় এভারটনের মাঠে ৩-১ গোলে জিতেছিল দলটি।
গত রাউন্ডে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৯-০ গোলে জেতা ইউনাইটেড ২৩তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায়। মার্কাস র্যাশফোর্ডের ক্রসে কাছ থেকে হেডে বল জালে পাঠান উরুগুয়ের ফরোয়ার্ড কাভানি।