রংপুরে সংবাদপত্র কল্যাণ সমিতির ৫ম বর্ষপূর্তির আলোচনা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর চিকলী পার্কে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর জেলা প্রশাসনের ডিআরও এটিএম আখতারুজ্জামান, রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান নান্নু, যুব ও ক্রীড়া সম্পাদক খায়রুল কবির চান, রংপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার মানিক।
সভাপতিত্ব করেন রংপুরে সংবাদপত্র কল্যাণ সমিতির সভাপতি মানিক হোসেন। আরো বক্তব্য রাখেন রংপুরে সংবাদপত্র কল্যাণ সমিতির সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আফতাবুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আব্দুর রউফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি।
রংপুরে সংবাদপত্র কল্যাণ সমিতির সদস্যরা করোনাকালীন শুরু থেকে এখন পর্যন্ত মানবেতর জীবনযাপন করছে। এই সংকট উত্তরণে শ্রমিকবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সু দৃষ্টি কামনা করেছেন। বর্ষপূর্তির আলোচনা শেষে বনভোজন অনুষ্ঠানটি হয়।