আগামী মাসের প্রথম সপ্তাহে রংপুরসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানব্বন্ধন সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর লালবাগ এলাকায় ছাত্র অধিকার পরিষদ এর আয়োজনে মানব্বন্ধনে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা নেওয়া না হলে আগামীতে বড় ধরণের আন্দোলনের হুমকি দেন তারা। পরে রংপুর আঞ্চলিক অফিসে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।