নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামীলীগের দু’গ্রুপের সংর্ঘের সময় দায়িত্বপালন কালে বার্তা বাজারের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে আজ দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা বুড়িমারী মহাসড়কের উপজেলা গেটের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক নুরল হক, সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা সাধারন সম্পাদক আসাদুজ্জামান সাজু, রির্পোটাস ক্লাবের সভাপতি আলতাব হুসাইন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক শামসুজ্জামান সেলিম, মোহনা টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি সুমন খান, কলকাতা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ।