কুড়িগ্রামের রৌমারীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পিইডিপি-৪ শিক্ষা প্রকল্প “আউট অব স্কুল চিল্ডেন কর্মসূচি জরিপকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম(সিএসডিকে) আয়োজনে সিএসডিকে হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. মোশফিকুর রহমান, ছিন্নমুকুল বাংলাদেশের নির্বাহী পরিচালক, দিলরুবা বেগম, সিএসডিকে এনজিও’র নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাস্টার, সহকারী নির্বাহী পরিচালক মো. আমির হোসেন, শুভ্্র জ্যোতি সেন শর্মা, ফজলে ইলাহী স্বপন, প্রমূখ।