বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড়জা, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী সোমবার,১১জানুয়ারি ভোর চারটা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।তিনি ছিলেন মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহ-ধর্মীনী।
মরহুমার প্রথম নামাজের জানাযা আজ বাদ যোহর পীরগঞ্জ সরকারি স্কুল মাঠে এবং ২য় নামাজে জানাযা বাদ আসর উপজেলার ফতেপুর জয়সদন মাঠে অনুষ্ঠিত হবে। এর পর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন কার্য সু-সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষথেকে জানানো হয়েছে।
এদিকে তার মৃত্যুতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু যৌথ বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন, এবং তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
সোমবার সকালে রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।