সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে শুক্রবার অবসরের ঘোষণা দেন ইউসুফ। বলেছেন, জীবনের এই ইনিংসের ফুল স্টপ টানলেন তিনি।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ইউসুফ। রোমাঞ্চকর সেই ম্যাচে ৫ রানে জিতে শিরোপা ঘরে তোলে ভারত।
পরের বছরই ইউসুফের অভিষেক হয় ওয়ানডেতে। ২০১২ সালে দেশের হয়ে শেষ ম্যাচ খেলা এই ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে ৫৭ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি খেলেছেন।
আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তোলার সামর্থ্য ছিল ইউসুফের। ওয়ানডেতে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে রান করেছেন ৮১০, স্ট্রাইক রেট ১১৩.৬০। কার্যকর অফ স্পিনে উইকেট ৩৩টি। টি-টোয়েন্টিতে পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়; ২২ ম্যাচে রান ২৩৬, উইকেট ১৩টি।