রংপুর সেনানিবাসের গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে ৭২ ইফেনিট্রি ব্রিগেডের উদ্যোগে চলতি মৌসুমের প্রথম গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ।
৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম কামরুল হাসান আজ সকালে এর উদ্বোধন করেন । উদ্বোধন অনুষ্ঠানে গলফ ক্লাবের সদস্য ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন । টুর্নামেন্টে মহিলা ও জুনিয়র গলফারসহ একশ’রও বেশী গলফার অংশগ্রহন করে ।