লোক দেখানো নয় নগরবাসীর আস্থার সংকট নিরসনেই ভ্যাকসিন নিয়েছি-রসিক মেয়র
রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ভয় নয়-সাহস নিয়েই করোনাকে জয় করতে হবে। বিভ্রান্তি আর আতঙ্কের মধ্যে না থেকে ভ্যাকসিন নিতে সবাইকে এগিয়ে আসা দরকার। এতে করে নিজে যেমন করোনামুক্ত হবেন, তেমনি করোনার ভাইরাস থেকে দুরে থাকবেন সাধারণ মানুষ। বহুল প্রত্যাশিত করোনা ভ্যাকসিন রংপুরে সবার আগে তিনি নিয়েছেন বলে উল্লেখ করে মেয়র বলেন, এতে করে নগরবাসীর মনে আস্থার সংকটের অবসান ঘটবে। করোনা মহামারী রোধে রেজিষ্ট্রেশনের মাধ্যমে প্রত্যেককেই ভ্যাকসিন নিতে হবে। গত রোববার রাতে করোনাকালীন সম্মুখযোদ্ধা হিসেবে অবদান রাখাসহ রংপুরে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করায় সিটি প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে তাঁকে বিশেষ সম্মাননা দেয়া হয়। রসিক মেয়র আরো বলেন, করোনা ভাইরাসের শুরু থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিল রংপুর। সকল দপ্তরের নিজস্ব দায়বদ্ধতা থেকে সকলের চেষ্টা ও আন্তরিকতার কারণে করোনা মহামরীকে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। সিটি প্রেসক্লাবের দেয়া এই সম্মাননাকে করোনাকালীন সময়ে তাঁর বড় প্রাপ্য মনে করে পেশাগত কাজের পাশাপাশি ক্লাবের গণমাধ্যমকর্মীদের সামাজিক ব্যতিক্রম কর্মকান্ডের প্রতি সিটি মেয়র কৃতজ্ঞতাও জানান।
অনুষ্ঠানের শুরুতেই মায়ের ভাষা অর্জণে আত্মদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও মহাদুর্যোগ করোনায় অকালে প্রাণ হারানো মানুষদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ, সহ সভাপতি সাঈদ বাবু, যুগ্ন সাধারণ
সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ শাহিদুর রহমান শাহিদ, দপ্তর ও প্রচার সম্পাদক আলী হায়দার রনি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরমান হক, কার্যকরী সদস্য জুয়েল আহমেদ, জাকির আহমদ, সদস্য এমএম খলিল বাবু, রেজাউল করিম জীবন, আল আমিন, শাহনেওয়াজ জনি, ফুয়াদ হাসান, নুর মোহাম্মদ, তারিকুল ইসলাম তারেক, নুরুন্নবী নুরু, আফতাবুজ্জামান হিরু, এসএম শহীদুল ইসলাম, আক্তারুল জামান আকতার প্রমুখ। পরে দৈনিক সাইফ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও রসিক মেয়রকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ##