আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু।
এ সময় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব মোঃ রাশেদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, আব্দুল গফ্ফার, আব্দুর রহমান দেওয়ানী, মালেক নিয়াজ আরজু, হাসনা বানু, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।
সভায় দিবসটি উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্য রয়েছে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল। সভার শুরুতে ১৯৫২ সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।