কোরাল: এটা এমন একটা রং যা প্রাকৃতিক মেইকআপ লুকের সঙ্গে ভালো মানায়। এছাড়াও, যে কোনো আড্ডাতে এটা দেখতে বেশ লাগে। সব ধরনের ত্বকের সঙ্গে মানানসই কোনো না কোনো কোরাল শেইড রয়েছে। নিজের সঙ্গে মানানসই কোরাল গোলাপি, কমলা-লাল ও ন্যুড রংয়ের লিপস্টিক বাছাই করে নিতে পারেন।
বেরি পিংক: এই রং ঠোঁটে একটা গোলাপি আভা তৈরি করে যা দেখতে বেশ লাগে। মুখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হালকা বা উজ্জ্বল গোলাপি রংয়ের লিপস্টিক বেশ কার্যকর। বসন্তে চেহারায় তারুণ্য ফুটিয়ে তুলতে ‘বেরি পিংক’ রংয়ের লিপস্টিক ব্যবহার করা যেতে পারে।
ক্রিম ফরমুলার লিপস্টিক ব্যবহার এই মৌসুমে ঠোঁট আর্দ্র রাখতে সাহায্য করে। এই ঋতুতে বেরি রংয়ের গ্লস বা ‘লিপ স্টেইন’ ব্যবহার করা উপকারী।