রংপুর , বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের পীরগঞ্জে অ্যানথ্রাক্স উপসর্গের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে কালিগঞ্জে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫ হাজার টাকা রংপুরে আমার বাংলাদেশ পার্টির কর্মশালা অনুষ্ঠিত রংপুরে শ্বশুরবাড়িতে বিষপ্রয়োগে বিধবা নারীকে হত্যা,র‍্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন: নিরাপদ চলাচলে সচেতনতা বাড়াতে আহ্বান তারেক রহমানের ৩১ দফা নিয়ে রংপুর-৩ আসনে ছুটছেন বিএনপি নেতা সামু বেরোবি প্রেসক্লাবের নেতৃত্বে গাজী আজম-সাকিব রংপুর ১৩৬ জন উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন পীরগঞ্জে সাংবাদিকদের নিয়ে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রংপুর জেলার কর্মরত টেলিভিশন সাংবাদিকদের মোবাইল নম্বর
দ্রুত বাস্তবায়নের আহ্বান, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রংপুরকে প্রদেশ ঘোষণাসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • প্রকাশিত : ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১৬১ বার পাঠ করা হয়েছে

রংপুরকে প্রদেশ ঘোষণাসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি :
রংপুরকে অবিলম্বে প্রদেশ ঘোষণা, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন এবং দেশে মোট ৯টি প্রদেশ বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রংপুর নগরীর ঐতিহাসিক জুলাই স্তম্ভ চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমিন উদ্দীন বিএসসি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার। রাজধানীকেন্দ্রিক প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোর কারণে উত্তরাঞ্চলের মানুষ উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে পড়েছে। এই বৈষম্য দূর করতে হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। এজন্য রংপুরকে অবিলম্বে প্রদেশ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, “সমাজের শক্তি হচ্ছে নাগরিকদের অধিকার। এই অধিকার রক্ষায় সাংবিধানিক নিশ্চয়তা জরুরি।”
সংবাদ সম্মেলনে আমিন উদ্দীন বিএসসি এক ব্যক্তির দুই ভোট প্রণয়ন করারও দাবি জানান। তিনি বলেন, একটি ভোট হবে সংসদ সদস্য নির্বাচনের জন্য, অন্যটি হবে প্রাদেশিক কাউন্সিল বা স্থানীয় সংসদ গঠনের জন্য। এতে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং জনগণের অংশগ্রহণ বাড়বে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদি, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, এবিএম মশিউর রহমান, যুগ্ম সম্পাদকসহ সদস্য সার্জেন্ট (অব.) আতিয়ার রহমান প্রমুখ। তাঁরা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের প্রকৃত ক্ষমতায়নের জন্য প্রশাসনিক পুনর্গঠন এখন সময়ের দাবি।

নেতৃবৃন্দ জানান, রংপুরকে প্রদেশ ঘোষণাসহ তাঁদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আগামী দিনে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করবেন।

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের নেতারা দাবি করেন, উত্তরাঞ্চলের জনসম্পদ, কৃষি, শিক্ষা ও শিল্প বিকাশের বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু রাজধানী ও কেন্দ্রীয় প্রশাসনের অবহেলায় এই অঞ্চল এখনো পশ্চাৎপদ। প্রাদেশিক কাঠামো প্রতিষ্ঠিত হলে রংপুর নিজস্ব অর্থনৈতিক গতি ফিরে পাবে এবং দেশের সার্বিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

সংবাদ সম্মেলনের শেষে সংগঠনের পক্ষ থেকে জনগণ, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়— রংপুর প্রদেশ ঘোষণার দাবিকে গণদাবিতে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

About Author Information

জনপ্রিয়

রংপুরের পীরগঞ্জে অ্যানথ্রাক্স উপসর্গের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে

দ্রুত বাস্তবায়নের আহ্বান, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রংপুরকে প্রদেশ ঘোষণাসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রংপুর প্রতিনিধি :
রংপুরকে অবিলম্বে প্রদেশ ঘোষণা, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন এবং দেশে মোট ৯টি প্রদেশ বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রংপুর নগরীর ঐতিহাসিক জুলাই স্তম্ভ চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমিন উদ্দীন বিএসসি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার। রাজধানীকেন্দ্রিক প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোর কারণে উত্তরাঞ্চলের মানুষ উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে পড়েছে। এই বৈষম্য দূর করতে হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। এজন্য রংপুরকে অবিলম্বে প্রদেশ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, “সমাজের শক্তি হচ্ছে নাগরিকদের অধিকার। এই অধিকার রক্ষায় সাংবিধানিক নিশ্চয়তা জরুরি।”
সংবাদ সম্মেলনে আমিন উদ্দীন বিএসসি এক ব্যক্তির দুই ভোট প্রণয়ন করারও দাবি জানান। তিনি বলেন, একটি ভোট হবে সংসদ সদস্য নির্বাচনের জন্য, অন্যটি হবে প্রাদেশিক কাউন্সিল বা স্থানীয় সংসদ গঠনের জন্য। এতে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং জনগণের অংশগ্রহণ বাড়বে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদি, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, এবিএম মশিউর রহমান, যুগ্ম সম্পাদকসহ সদস্য সার্জেন্ট (অব.) আতিয়ার রহমান প্রমুখ। তাঁরা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের প্রকৃত ক্ষমতায়নের জন্য প্রশাসনিক পুনর্গঠন এখন সময়ের দাবি।

নেতৃবৃন্দ জানান, রংপুরকে প্রদেশ ঘোষণাসহ তাঁদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আগামী দিনে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করবেন।

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের নেতারা দাবি করেন, উত্তরাঞ্চলের জনসম্পদ, কৃষি, শিক্ষা ও শিল্প বিকাশের বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু রাজধানী ও কেন্দ্রীয় প্রশাসনের অবহেলায় এই অঞ্চল এখনো পশ্চাৎপদ। প্রাদেশিক কাঠামো প্রতিষ্ঠিত হলে রংপুর নিজস্ব অর্থনৈতিক গতি ফিরে পাবে এবং দেশের সার্বিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

সংবাদ সম্মেলনের শেষে সংগঠনের পক্ষ থেকে জনগণ, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়— রংপুর প্রদেশ ঘোষণার দাবিকে গণদাবিতে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।