রংপুর বদরগঞ্জ পৌরসভায় শান্তিপূর্নভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৭৮২ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭২২ জন আর মহিলা ১০ হাজার ৬০ জন।
নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর বাহিরেও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সহকারী রিটানিং অফিসার আজিজার রহমান বসুনিয়া।