রংপুর নগরীতে বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযানে ২০ পিস ইয়াবাসহ ২ জন ও শুকনো গাঁজাসহ একজন কে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের চৌকস দল। গতকাল দিনভর অভিযানে তাদের মাদকসহ আটক করে।
মেট্রো পুলিশের সহকারী পুলিশ কমিশনার,(ডিবি এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা হচ্ছেন, মাহিগঞ্জ, মহানগর, রংপুর এর বীরভদ্র বালাটারী গ্রামের মৃত আক্কেল আলী ছেলে মোঃ কারুন মিয়া কিরোন ১০ পিস ইয়াবাসহ, হারাগাছ থানার আরাজি বীরচরণ এলাকার মৃত আল আমিন এর ছেলে মোঃ নাজমুল ইসলাম, একই এলাকার মৃত আলফাজ হোসেনের ছেলে মোঃ আতিকুল ইসলামকে ১০ পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, ওজন ১ গ্রাম,মূল্য তিন হাজার টাকা, ১ টি ব্যাটারী চালিত পুরাতন চার্জার রিক্সা, ও ২ টি পুরাতন বাটন মোবাইলসহ এছাড়াও অপর ঘটনায় শুকনো গাঁজাসহ উদয় নারায়ন মাছহাড়ি, বালাপাড়া একতা বাজার থেকে মৃত আলী আহম্মেদ এর ছেলে মোঃ আমজাদ হোসেন।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।
Leave a Reply