রংপুরের তারাগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের এক সুপার ভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘনিরামপুর কাজীফার্ম ছাউনি সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম (৪৫) মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার বাসিন্দা।
গোলাম কিবরিয়া বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মিথিলা পরিবহনের বাসটির পাশ কাটাতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসের সুপার ভাইজার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।