শুক্রবার বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় রংপুর টাউন হলে মঞ্চস্থ হবে নাটক ২৮৮দিন। নাটকটি রচনা করেছেন আসাদুল ইসলাম, নির্দেশনায় রাজ্জাক মুরাদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে
আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি, রংপুর। নাটকের পরে ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণজনিত কারণে রংপুর জেলার কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদানকৃত অনুদানের চেক বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুরের জেলা প্রশাসক মােঃ আসিব আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভােকেট মােঃ রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান
সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। নাটক দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রংপুর জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।