আগামী (৭ফেব্রুয়ারি) রবিবার রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। পৌষের শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়সহ ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২১-২৩) উপলক্ষে সাধারণ সম্পাদক প্রার্থী এম.এ মজিদের ড্রাইভিং ও ষ্টেয়ারিং মার্কার নির্বাচনী প্রচারনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল মোড় বাসস্ট্যান্ড উপ-কমিটির আয়োজনে আলোচনা সভা হয়।
মেডিকেল মোড় বাসস্ট্যান্ড উপ কমিটির সভাপতি মতলুবার রহমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী এম.এ মজিদ।
মেডিকেল মোড় বাস স্ট্যান্ড উপ কমিটির সম্পাদক শাহ্ মোঃ পারভেন হোসেন পলাশ সভা স ালনা করেন। মেডিকেল মোড় বাস স্ট্যান্ড উপ কমিটির উপদেষ্টা মমিনুল রহমান লিটন, সহ-সভাপতি আজগার আলী দুলাল, সাবেক সম্পাদক এস এম মোকারম হোসেন প্রমুখ। অঠনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এর পরে সকল শহীদদের প্রতি নীরবতা পলন করে এক মিনিট নিরবতা পালন করেন।
এসয়ম এম.এ মজিদ বলেন, সারাদেশে চোখ ধাঁধানো উন্নয়ন করেছে আওয়ামীলীগ সরকার। চমৎকার প্রশস্ত রাস্তা-ঘাট হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আপনারা ভোটের দিনে ভোট দিয়ে কেউ স্থান ত্যাগ করবেন না। যতক্ষণ ফলাফল হয়নাই সেন্টারেই থাকবেন আপনারা। শ্রমিক ভাইয়েরা ভোট দিয়েছেন দেখি আমরা নির্বাচিত হয়েছে।