গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন অপরাধ বিভাগ এর উপ- পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (অপরাধ) এর অপারেশন পরিকল্পনায় সহকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মোঃ আল ইমরান হোসেন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ শেখ রোকোনুজ্জামান, এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ আব্দুল আলিম, এসআই (নিঃ) বাবুল মিয়া, পিএসআই (নিঃ) মাকসুমুল হাসান খালিদ, এসআই(নিঃ) মোঃ জাকির হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় মাহিগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ২৯ নং ওয়ার্ডস্থ আব্দুল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন ফাঁকা জায়গা হতে একটি সাদা পুরাতন সারের বস্তার ভিতরে সর্বমোট ১৩৭ (একশত সায়ত্রিশ) বোতল নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বোতল, ওজন (১০০ ী ১৩৭) = ১৩,৭০০ মি.লি, মূ১,৩৭,৫০০/- (এক লাখ সায়ত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পলাতক আসামিরা হলো-১। মোঃ বাদল মিয়া (২৮), ২। মোঃ জনি মিয়া (২৩), উভয় পিতা মোঃ আমজাদ হোসেন, ৩। মোছাম্মদ হাসিনা বেগম (৪৫), স্বামী মোঃ আমজাদ হোসেন হোসেন , সকলের সাং-সাতমাতা শনিবাড়ী রেল বস্তি, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।
পলাতক আসামীদের বিরুদ্ধে আরপিএমপি, মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
উক্ত পলাতক আসামিদের গ্রেফতারে মাহিগঞ্জ থানা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।