রংপুর নগরীর মডার্ন মোড় এলাকার নবাব হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১০ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ ৪ জন গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন থানা পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কুটি চন্দ্রখানা গ্রামের মৃত আঃ আউয়াল এর ছেলে মোঃ মোশাররফ হোসেন (২০), একই গ্রামের মোঃ হাফিজুর রহমান এছাড়াও ,কুর্তিপাল, – রংপুর জেলার পীরগাছা থানার মোঃ ফাকের আলী ছেলে মোঃ নুরনবী মিয়া (২৭), মোঃ আঃ হামিদ মিয়ার ছেলে মোঃ হোসেন আলী।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তাজহাট থানার মামলা নং-২৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(খ)/৪১ রুজু হয়।