বাংলাদেশে ভাতের পরে আলুর চাহিদা এবং সারা বিশ্বের অন্যতম প্রধান ফসল আলু। তাই ভাল জাতের আলু চাষ করার কোন বিকল্প নাই। হল্যান্ড থেকে আমদানীকৃত লাল তীর সীড লিমিটেড এর “ডায়ামন্ট” একটি ভিত্তি আলু বীজ । এই জাতটি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন মনিরুল ইসলাম। তিনি বসবাস করেন বিহারি, পীরগাছা, রংপুর । তিনি দুই বিঘা জমিতে ডায়ামন্ট আলু চাষ করেন এবং ফলন খুবই ভালো হয়। লাল তীর প্রতিনিধিগণ সিদ্ধান্ত নেন জাতটির মাঠ দিবস করে কৃষকদের দেখানো এবং জাতটি সম্পর্কে ধারণা দেয়ার। সেই উপলক্ষে ১৪.০২.২০২১ তারিখে বিহারি স্কুল প্রাঙ্গণে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালতীর এর জি এম (প্রোডাকশন ডিপার্টমেন্ট) ডঃ ইশরাত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ জনাব আশরাফুজ্জামান পীরগাছা, উপজেলা কৃষি অফিস।
সেলস এন্ড মার্কেটিং এর ডিভিশনাল ম্যানেজার জনাব, কৃষিবিদ শরিফুল ইসলাম। প্রোডাকশন ম্যানেজার ডঃ মাহবুবুর রশিদ। পিডিএস ম্যানেজার জনাব, মেহেদী হাসান খান। সেলস রিজিওনাল ম্যানেজার ( দায়িত্বপ্রাপ্ত) জনাব মোঃ মেহেদী হাসান চৌধুরী। সীড প্রোডাকশন অফিসার জনাব কৃষিবিদ আসাদুজ্জামান নূর। এবং অনুষ্ঠানকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন লাল তীর সীড লিমিটেড এর কর্ণধার সম্মানিত ডাইরেক্টর জনাব, তাজওয়ার এম আউয়াল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার সম্মানিত ইউপি সদস্য অগনিত কৃষক বৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা।