ঠিকাদার ও যুবলীগ নেতা ডিজেল আহমেদসহ ৬ জনের নামে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় চুরি, মারপিট ও ভয়ভীতি প্রদর্শনের মামলা হয়েছে। ১৮ মার্চ ২০২১ তারিখে মামলা দায়ের করেছেন ঠিকাদার শামীম আহসান চৌধুরী শোভন। মামলার সুত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ইকো পার্ক এর বাউন্ডারী নির্মাণ ঠিকাদারীর ৫ লাখ টাকার ভাগবাটোয়ারা নিয়ে ডিজেল আহমেদ এর সাথে ঠিকাদার শামীম আহসান চৌধুরী শোভনের সাথে মনোমালিন্য চলছিলো।
এরই ধারাবাহিকতায় গত ৬ মার্চ ২০২১ তারিখে আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে রংপুর নগরীর লক্ষী সিনেমা হলের সামনে জনৈক ইমান আলী চায়ের দোকানের সামনে ডিজেলসহ ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্রসহ শামীম আহসান চৌধুরী শোভন, যুবলীগ নেতা নওশাদ আলম রাজু, কামরুজ্জামান শাহীনসহ আরো ৪ থেকে ৫ জনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। শামীম আহসান চৌধুরী শোভন প্রতিবাদ করলে ডিজেলের নির্দেশে শোভনকে এলোপাতারী মারপিট ও টেনে হেচরে মোটর সাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ধস্তাধস্তির সেই সময়ে মুরগী মিলন শোভনের প্যান্টের পকেট থেকে ১০ হাজার ৫ শত টাকা চুরি করে। এই অবস্থা থেকে শোভন চৌধুরীর পক্ষের লোকজন শোভনকে উদ্ধার করে রক্ষা করে। কিন্তু তাতেও খ্যান্ত হননি ডিজেল আহমেদ। ডিজেল আহমেদ শোভন চৌধুরীকে যেখানেই পাবে সেখানেই মারপিট, জখম ও মিথ্যে চাঁদাবাজির মামলা দেয়ার ভয়ভীতি প্রদর্শন করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় ১৮ মার্চ ২০২১ তারিখে মামলা দায়ের করেছেন ঠিকাদার শামীম আহসান চৌধুরী শোভন। মামলায় এলোপাতারী মারপিট, ভয়ভীতি প্রদর্শন ও চুরির ১৪৩/৩২৩/৩৭৯/৫০৬/১১৪ ধারা উল্লেখ করে পেনাল কোডে ডিজেল আমহেম কে ১ নম্বর আসামী করে মুরগি মিলন, বানিয়া সুমন, আরিফ, ওয়াদুদ আলী ও বঙ্গুর নামে মামলা দায়ের করা হয়। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। মামলার বাদী শামীম আহসান চৌধুরী শোভন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেন জানান।
Leave a Reply