রণজিৎ দাস :
নতুন বছরের শুরুতে শুক্রবার বিকালে কাউনিয়া উপজেলার হারাঘাছ পৌরসভার ধুমের কুঠি মোহাম্মদ আলী সমাজ কল্যান সংস্থা ডিএম এসএস ও রোটারী ক্লাব অফ পুর্বাচল গ্রীনসিটি ঢাকার যৌথ উদ্যোগে সংস্থার ধুমের কুঠি কাউনিয়া কার্যালয়ে ১ হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কস্বল ও মাস্ক বিতরণ করা হয়। প্রধাণ অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা লেপ্টেনেন্ট কর্নেল রশিদুল আলম, সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাহ মোঃ রেজাউল ইসলাম, হারাগাছ ডিগ্রী কলেজের অধ্যাপক রিয়াজুল হক নান্নু, সংস্থার স্থানীয় সংগঠক সাদ্দাম হোসেন, হুমায়ন কবির সুইট, রবিউল ইসলাম রাব্বি, রিফায়েত হোসেন, আব্দুর রহামান প্রমুখ।