রংপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর মুড়ি তৈরির কারখানায় অভিযান রংপুরে মুড়ি তৈরির কারখানাগুলোতে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) অভিযান চালিয়েছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
এসময় দুইটি মুড়ি কারখানার মালিককে জরিমানা করা হয়। জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে রংপুরের মাহিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিসিএসটিআই এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের দুইটি মুড়ি তৈরির কারখানা পাওয়া যায়। বিএসটিআই এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে দুইটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইবাদত মানিক ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।