রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোতালেব হোসেন, এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালীন উক্ত থানাধীন পার্বতীপুর পীরজাবাদ (৩ নং চেকপোষ্ট) যোগিপারা উপশহর এলাকায় আজ বিকেলে ওমর এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে ভেজাল পোলাও চাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের বিবরণঃ
নিম্নলিখিত ব্রান্ডের ৭ লক্ষাধিক টাকার পোলাও চাল
১) মাল্লা চিনিগুরা পোলাও চাল
২) মিম চিনিগুরা পোলাও চাল।
৩) গাড়িয়াল চিনি গুরা পোলাও চাল এবং বিভিন্ন ধরনের স্টিকার মনোগ্রাম ও লেভেল মেশিনপত্র সহ সর্বমোট ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ।
এছাড়াও মাছের খাদ্য, চিপস, লবন, চানাচুর সহ বিভিন্ন আইটেমের পন্য যার মূল্যমান প্রায় ৫ লক্ষাধিক টাকাসহ সর্বমোট ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব নাশিতাতুল ইসলাম উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ জহুরুল ইসলাম(৪৫), পিতা- মৃত সোলাইমান আলী, মাতা- মৃত জমিনা বেগম, সাং- পার্বতীপুর মাস্টার পারা, উপশহর রংপুরকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারার বর্ণনা মতে ৪০০০০/ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন।
উল্লেখ্য যে, রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।