জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে- গত রবিবার থেকে ০৪ মার্চ পর্যন্ত বিআরটিএ’র “বিশেষ সেবা সপ্তাহ”-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়। বিআরটিএ রংপুর সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ (বিপিএম)।
বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ’র রংপুর বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিঃ) আশরাফুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর ট্রাক মালিক সমিতির সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফসহ বিভিন্ন পদস্থ নেতৃবৃন্দ।