দীর্ঘ ৪৮ বছর ধরে বসবাসরত রংপুরের প্রয়াত আওয়ামী লীগ নেতা তালেব উদ্দিন মিয়ার পরিবারকে তাদের বাড়ি থেকে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারীতে উচ্ছেদ করার নোটিশ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবারের স্বজন ও এলাকাবাসি। শনিবার দুপুরে নগরীর শালবন ইন্দিরার মোড় এলাকায় তাদের বাসভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মরহুম আওয়ামী লীগ নেতা তালেব উদ্দিনের পুত্রবধু মোছাঃ আখতারুন্নাহার, ছেলে সদরুল আলম, স্বজন মোঃ সাইফুল ইসলাম, সামসুল আলম দুলাল, গঙ্গাচড়া মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রোকেয়া আলম বীথি, সেলিনা ও মোঃ বদরুল আলম। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খ্যাতিমান আওয়ামী লীগ নেতা প্রয়াত তালেব উদ্দিন মিয়াকে ৪৮ বছর আগে নগরীর শালবন এলাকায় একটি জায়গা লীজ প্রদান করা হয়। সেখানে তার পরিবারের সদস্যরা বসবাস করে আসছে। জেলা প্রশাসন বাড়ি থেকে আওয়ামী পরিবারকে উচ্ছেদ করার নোটিশ দিয়েছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শুনানীর সময় কোন কথা না শুনেই জানিয়ে দেন আপনারা লীজ নবায়ন করেননি। পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন আইনি জটিলতার কারণে নবায়ন ও ভাড়া গ্রহণ তারা করেননি। এ ঘটনায় হাইকোর্টে একটি রীট পিটিশন দাখিল করা হয়েছে যা শুনানীর অপেক্ষায় আছে। এর মধ্যে গত ১৮ ফেব্রুয়ারী রংপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) স্বাক্ষরিত এক আদেশে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারীতে বাসা ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ভুক্তভোগী অসহায় পরিবারের সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী যেখানে ভূমিহীনদের ঘর তৈরী করে দিচ্ছেন সেখানে মহান ভাষার মাসে আওয়ামী পরিবারের সদস্যদের বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা চরম অমানবিক। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করে তাদের ওই বাসায় বসবাস করার সুযোগ দেয়ার দাবি জানান। বিষয়টি নিয়ে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শুকুরীয়া পারভীন জানান, যেহেতু ছুটির দিন চলছে তাই ফাইল না দেখে কিছু বলা যাবে না।