সারাদেশের ন্যায় রংপুরেও পাঠ্যপুস্তুক বিতরন উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে।দ্বিতীয় দিনের মতো শনিবার দুপুরে জেলা স্কুল মিলনায়নে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। এবারে রংপুরে ৭১ লাখের বেশি শিক্ষার্থী পেলো নতুন বই।
রংপুর জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ে ৩৫ লাখ ৩৬ হাজার ৯৫৪টি, প্রাথমিক পর্যায়ে ২০ লাখ ৪৩ হাজার ৯৭৪টি, দাখিল পর্যায়ে ৮ লাখ ৪ হাজার ৯৫৬টি, এবতেদায়ীতে ৪ লাখ ৮৭ হাজার ৭০৪টি, ভোকেশনালে ৯৬ হাজার ৬১৬টি, দাখিল ভোকেশনালে ৪ হাজার ২৪৫টি, কারিগরি ট্রেডে ৩৬ হাজার ৩৬৫টি এবং ইংরেজি ভার্শনে ২ হাজার ২০৫টি বই বিতরণ করা হবে।