নিজস্ব উদ্যোগে দুস্হদের মাঝে কম্বল বিতরণ করলেন রংপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক বর্তমান কথা এর রংপুর প্রতিনিধি মোঃ শিমুল ইসলাম। শনিবার (২ ডিসেম্বর) রাতে কেরানী পাড়া চৌরাস্তা মোড়স্হ বর্তমান কথার স্হানীয় অফিসে
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের মেট্রোপলিটন কোতোয়ালী থানার যুগ্ন সম্পাদক মোঃ তৈয়মুর রহমান রাশেদ এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন হাসিন ইসতাক রিথুন, জাকিরুল ইসলাম জিকো, মেহেদী হোসেন সচল, নাজমুল হোসেন মেরিয়ান, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান শিমুল, হাসানুজ্জামান হাসান, পেপার বিক্রেতা স্বপন ও মঞ্জুসহ প্রমুখ। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রায় একশত জন দুস্হ মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় শিমুল বলেন, এবার আমরা একশত জনের মাঝে কম্বল বিতরণ করলাম, যা শীতকালীন ধারাবাহিক ভাবে চলমান থাকবে।