রংপুর নগরীর ধাপ ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাতে রংপুর মহানগরীর ধাপ বনানী এলাকায় অনুষ্ঠিত ক্রিকেট টুণামেন্টের খেলায় এলাকার ৬টি দলে ৬৬জন খেলোয়ার অংশগ্রহন করেন।
প্রথমে নিধারিত ৬ ওভারে ব্যাট করতে নামে পুকুর পাড়া বয়েস বনাম ধাপ ওরিয়র ফাইটার্স।পরে চুড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়দের মাঝে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
টুর্নামেন্টে খেলোয়ারবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসি উপস্থিত থেকে খেলা উপভোগ করে খেলোয়ারদের উৎসহ দেন।