র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২০ ফেব্রুয়ারি রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার সদর থানাধীন পাগলাপীর বাজার হতে অবৈধ মাদকদ্রব্য ২৭৯ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম (৩২) এবং মোঃ রায়হান বাবু (২৫) রংপুরদ্বয়’কে গ্রেফতার করে।
একই সাথে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪১০ ঘটিকায় রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৯নং আলমবিধিতর ইউনিয়ন হতে ২৮৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন বাবু (২৬)কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রংপুর জেলার কাউনিয়া এবং গঙ্গাচড়া থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।