January 21, 2021, 9:04 pm

মেসার্স শিমুল ষ্টান প্লাজা – যাবতীয় রেডিমেট পোষাকের সমাহার

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

প্রতিনিধি
  • Update Time : Saturday, January 2, 2021
  • 58 Time View

নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২ জানুয়ারি) রংপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবস এর উদ্বোধন করেন রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান। এরপর জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই এর পুলিশ সুপার জনাব এবি এম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মতিন, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর। জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান প্রধান অতিথির বক্তব্যে সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করার জন্য সমাজসেবা অধিদপ্তরের সকলকে ধন্যবাদ জানান। একইসাথে এই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। পরে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন শ্রেণির কর্মচারীদের মাঝে কর্মদক্ষতার ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

রংপুর টুয়েন্টিফোর ডটকম এর অন্যান্য নিউজ