জাতীয় পার্টি (জাপা)র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে নগরীর পল্লী নিবাসে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সমাধি অঙ্গনে বিভিন্ন কর্মসূচি পালন করেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠন।
বিকেল সাড়ে ৩টায় এরশাদের সমাধিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন রংপুর জেলা ও মহানগর জাপার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসীর, জেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর যূগ্ম সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আশিক, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক ফারুক মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্র সমাজের সভাপতি আরিফুল ইসলাম, জাতীয় মহিলা পার্টির নেত্রী দিলারা হোসেন দুলালী, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদসহ জেলা ও মহানগর জাপা ও তার অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ। পরে এরশাদের সমাধি অঙ্গনে এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।###