পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে জমেছে ফুলের বাজার। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভালোবাসা সপ্তাহ। সামনে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সব মিলিয়ে ফুলের কাটতি বেশ বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন,
গতকাল শনিবার নগরীর ফুলের বাজারগুলো ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা বেশ ব্যস্ত সময় পার করছেন। চাহিদা অনুযায়ী ফুল সরবরাহ করতে তাঁরা হিমশিম খাচ্ছেন। পাইকারি বাজারে একেকটি গোলাপের দাম আট টাকা। গ্ল্যাডিওলাস ১২ টাকা, রজনীগন্ধা ১০ টাকা আর জারবেরা বিক্রি হচ্ছে আট টাকা করে। তবে খুচরা বাজারে দাম অনেক বেশি বলে দাবি করছেন ক্রেতারা। বাজারে প্রকারভেদে একেকটি গোলাপ বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা দরে। গ্ল্যাডিওলাস ২০ টাকা, রজনীগন্ধা ১৫ টাকা আর জারবেরা বিক্রি হচ্ছে ১০ টাকা করে।
ব্যবসায়ীরা বলছেন, আজ (১৪ ফেব্রুয়ারি) একেকটি গোলাপ ৫০ টাকায় বিক্রি হতে পারে। ফাল্গুন উৎসবে মেয়েরা ফুলের রিং মাথায় পরতে চায়। সচরাচর এই রিং ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও আজ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে পারে।