রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে শ্যামপুর চিনিকল রক্ষা কমিটি ও আখচাষিরা।
সকালে নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে ঘন্টাব্যাপি এ মানব্বন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব্বন্ধন চলাকালে বক্তব্য রাখেন,চিনিকল রক্ষা কমিটির নেতা আবদুল কুদ্দুস,কমরেড শাহাদত হোসেন,অশোক কুমার সরকার প্রমুখ।
অবিলম্বে পাওনা পরিশোধসহ মিল বন্দ সিদান্ত বাতিল,লুটপাট দুর্নীতি বন্দ করে চিনিকল চালু,আধুনিকায়ন এবং বহুমুখীকরনের দাবি জানান বক্তারা।