বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের নেতারা রংপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদ এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে রংপুর দর্শনমোড়স্থ পল্লীনিবাসে বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদ এর নেতারা এমপি সাদ এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার এর প্রতি শুভ দৃষ্টি রাখার আহবান জানান।
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ নেতারা এমপি মহাদয়কে বলেন, জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভূক্ত সমগ্র বাংলাদেশে প্রায় ১৩’শ গণগ্রন্থাগার রয়েছে।
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগারগুলো নিরবে-নিভৃতিতে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে, যা ছাত্র ও যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি চর্চা হতে রক্ষাসহ সমাজে শিক্ষার সম্পূরক চাহিদা মেটাতে ভ’মিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘গ্রাম হবে শহর’ এসব কার্যক্রমকে এগিয়ে নিতে গণগ্রন্থাগার এর কোন বিকল্প নাই। তাই বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগারে ভূমিকা রাখার জন্য মাননীয় সংসদ সদস্য এর শুভ দৃষ্টি কামনা করেন নেতারা।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব নাসিম আহমেদ, রংপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজা, সহ-সভাপতি রশিদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক নাজমুল করীম ডলার, সাংঘঠনিক সম্পাদক শ্যামলী বিনতে আমজাদ, সমাজ কল্যাণ সম্পাদক মাজেদা বেগম পিংকী, প্রচার সম্পাদক নাসরিন বেগম, দপ্তর সম্পাদক তুহিন মিয়া, কোষাধক্ষ্য মওদুদ আহমেদ, কার্যকরী সদস্য রাজিয়া বেগম, তাহমিনা বেগম ও রেহানা বেগম।
এ সময় সংসদ সদস্য সাদ এরশাদ সর্ব ক্ষেত্রে সহযোগীতার আশ^াস প্রদান করেন।