রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় সমাজ কল্যাণমূলক সংস্থার জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) কর্তৃক পরিচালিত জার্মান ডক্টর‘স ও নেটজ্ বাংলাদেশের সহায়তায় উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যাবলী বাস্তবায়নের উদ্দেশ্যে “অ্যাকসেস টু ইনক্লুসিভ কোয়ালিটি এডুুকেশন ফর চিলড্রেন ফরম ফ্যামিলিস লিভিং ইন আল্ট্রা পোভারটি এ্যান্ড ফরম রিলিজিয়াস মাইনোরিটিস বাংলদেশ- (অ্যাক্সেস) প্রকল্পের আয়োজনে উপজেলা কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় সকলে উপস্থিতে উপজেলা শিক্ষাক সমিতির সভাপতি আবু রেজা মোহাম্মদ সামছুল কবিরকে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।
উপজেলা শিক্ষাক সমিতির সভাপতি আবু রেজা মোহাম্মদ সামছুল কবির সভাপত্বিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল সপ্রবি প্রধান শিক্ষক আকরারুল জ্জামান বাবলা,স্বাগত বক্তব্য রাখেন জেসিএফ অ্যাক্সেস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর জাহিদ হাসান(সাকিব) প্রমুখ। এসময় ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোশের্^দা মমতাজ, জেসিএফ অ্যাক্সেস প্রকল্পের পিও সোহেল রানা শিক্ষক, ব্যবসায়ী, ইমাম, পুরোহিত, গনমাধ্যম কর্মীসহ ইসও চন্দন কুমার, মহসিন রানা উপস্থিত ছিলেন।