রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় ইউএসবি ট্রান্সপোর্ট এ আসলো সিগারেটের পরিবর্তে বিড়ি। গতকাল রাতে ঘটনাটি ঘটে নগরীর ইউএসবি ট্রান্সপোর্ট অফিসে।জানা যায় দুই তামাকজাত দ্রব্য ব্যবসায়ী চুয়াডাঙ্গায় আরেক ব্যবসায়ীর নিকট ডারবি সিগারেট বাবদ এক লক্ষ আটষট্রি হাজার টাকা ঐ ট্রান্সপোর্টের মাধ্যমে চুয়াডাঙ্গা পাঠায় ডারবি সিগারেটের জন্য কিন্তু বিধিবাম চুয়াডাঙ্গা থেকে আসে ট্রান্সপোর্টের মাধ্যমে বিড়ি। পরে ঐ ব্যবসায়ী পুলিশকে খবর দিলে ক্ষনিকের জন্য পুলিশ এসে চলে যায়। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে ট্রান্সপোর্ট ম্যানেজারও সাটারবন্দ করে উধাও। প্রশ্ন হলো কুরিয়ারের মাধ্যমে কি তামাক জাত দ্রব্য পরিবহন নিষিদ্ধ কি না? জানতে চায় জাতি।