January 22, 2021, 9:53 am

মেসার্স শিমুল ষ্টান প্লাজা – যাবতীয় রেডিমেট পোষাকের সমাহার

রংপুরে অভিনব কায়দায় ফেন্সিডিল বহনকারী হাতকাটা শাহীন ও কামাল গ্রেফতার

প্রতিনিধি
  • Update Time : Monday, January 11, 2021
  • 122 Time View

রংপুরের হারাগাছ এলাকায় রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ঝটিকা অভিযানে দুই ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে হারাগাছ থানার চওরাড় হাট বেনুঘাট মিয়াজিপাড়া ফেন্সি ব্যবসায়ীর বাড়ীর আঙ্গিনায় মোতর সাইকেলের সিটের ভিতর মাদক বহন করার প্রস্তুতি নেওয়ার সময় তাদের ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করে মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি চোকস দল।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার গঙ্গাচরা থানার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কাগজি পাড়া গ্রামের মোজাফফরের ছেলে কামাল ও অপরজন হারাগাছ থানার বেনুঘাট চওরার হাট মিয়াজি পাড়া গ্রামের মৃত আবুল হোসেন ছেলে শাহীন ওরফে হাতকাটা শাহীন।

পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন এর গোয়েন্দা বিভাগ (ডিবি) এর সহকারী-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদ এর নির্দেশনা ও তত্বাবধানে  পুলিশ পরিদর্শক ( নিঃ)এবিএম ফিরোজ ওয়াহিদ  এর নেতৃত্বে এসআই নিঃ /মোঃ আবু ছাইয়ুম তালুকদার, এসআই (নিঃ) তছলিম উদ্দিন, এসআই ( নিঃ) নাজমুল ইসলাম, এএসআই(নিঃ) তৈয়ব, এএসআই( নিঃ) শাহাদুল ফোর্সের সহায়তায় আরপিএমপি হারাগাছ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান ডিউটি করা কালে হাতকাটা শাহীন এর বসত বাড়ীর বাহির আঙ্গিনার উপর থেকে  একটি সাদা ব্লু-রংয়ের গ্লামার ১২৫ সিসি মোটর সাইকেল এবং মোটর সাইকেল এর সিটের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত ২৫ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল  উদ্ধারসহ এই দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হারাগাছ থানায় আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

রংপুর টুয়েন্টিফোর ডটকম এর অন্যান্য নিউজ