স্বাস্থ্যসেবা বিভাগ ও জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে বাংলাদেশ রোগ নির্দিষ্ট অ্যাকাউন্ট-২০১৫ অবহিতকরণ কর্মশালা আজ সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শাহাদাৎ হোসেন মাহমুদ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। কর্মশালায় রংপুরের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় জনগণের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণে সকলের অংশগ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া জনস্বাস্থ্য রক্ষায় আধুনিক চিকিৎসাব্যবস্থা নিশ্চিত ও সেবামূলক কার্যক্রম গ্রহণে সকলের প্রতি আহবান জানানো হয়।