রংপুর মহানগরীর ২৭নং ওয়ার্ডের মুসলিমপাড়া অনিক স্মৃতি’র ব্যবস্থাপনায় প ায়েত কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত ক্রিকেট টূর্নামেন্টের চূড়ান্ত খেলা রুহি রাইডার্র্স চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার রংপুর মহানগরীর ২৭নং ওয়ার্ডের মুসলিমপাড়ায় অনুষ্ঠিত ক্রিকেট টূর্নামেন্টের চূড়ান্ত খেলায় অংশ গ্রহণ করেন রুহি রাইডার্স বনাম ওয়াকিল ফাইটার্স।
নির্ধারিত ১২ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১২৭ রান সংগ্রহ করেন রুহি রাইডার্স। দ্বিতীয় ইনিংসে ১২৮ রানের টার্গেটে মাঠে নামেন ওয়াকিল ফাইটার্স। নির্ধারিত ১২ ওভারে ৮ ইউকেট হারিয়ে ওয়াকিল ফাইটার্স ৮৪ রান সংগ্রহ করেন। ফলে ৪৩রানে চ্যাম্পিয়ন হন রুহি রাইডার্স।চূড়ান্ত খেলা শেষে প্রতিযোগিদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার প্রদান করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
যুবনেতা গোলাম মোস্তফা হীরার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিমপাড়া প ায়েত কমিটির সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাটুয়া, সহ-সভাপতি মোঃ সাব্বির, আলহাজ্ব মোঃ জামিল আকতার, মাহফুজ খান, মোঃ মুসলিম কোরাইশি, যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুস্তাকিম, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ও আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর।টূনামেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান রানা, রেজওয়ান আল ইস্তি, রিদম, হাশিম ও হৃদয় প্রমূখ।