রংপুরের মিঠাপুকুরে উইংটার ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খোড়াগাছ যুবসমাজের আয়োজনে খোড়াগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে খেলায় মনিরুজ্জামান ফারুখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খোড়াগাছ ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নুর আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ রুপালী বেগম,ইউপি সদস্য, কাউন্সিলর জাহাঙ্গীর আলম,সমাজসেবক আব্দুস সাত্তার প্রমুখ। টুর্নামেন্টে ১৬টি টিম অংশগ্রহন করে। পরে দুটি দলের মধ্যে তুমুল প্রতিযোগিতা শেষে রংপুর বড়বাড়ী একাদশ বিজয়ী হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে প্রধান অতিথি।
ক্রীড়া অনুষ্ঠান শেষে নতুন বছর উপলক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নুর আলমের পক্ষে ব্যাপক প্রচারনা ও মটর সাইকেল শোভাযাত্রা করে এলাকাবাসী।