1. [email protected] : Rangpur24.com : Mahfuz prince
শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ১১:৩৪ অপরাহ্ন

ম্যারাডোনা চিরন্তন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩২ Time View

ম্যারাডোনা না থাকলেও মেসির মনে হয় আবারো তাকে কোনো এক সময় হুট করে দেখতে পাবেন। তার অনুপস্থিতি যেন টের পান না ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড, ‘সবসময় মনে হয় কোনো একটা সময় বা মুহূর্তে আবারো তাকে টিভিতে দেখা যাবে, কোনো এক সাক্ষাৎকারে কিংবা কোনো কিছু নিয়ে তাকে মতামত দিতে দেখা যাবে। অনেক দিন হয়ে গেল তিনি মারা গেছেন, তারপরও মনে হয় এই তো গতকাল। আমাদের দুজনের একসঙ্গে সেরা স্মৃতিগুলো সবসময় মনে রাখব, তার সঙ্গ পাওয়ায় আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি।’

গত বছরের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। তার মৃত্যুর পরপরই শোকবার্তায় মেসি বলেন, ‘আর্জেন্টিনার প্রতিটি মানুষ ও ফুটবলের জন্য আজ অত্যন্ত দুঃখের একটি দিন। তিনি আমাদের ছেড়ে গিয়েছেন, কিন্তু কখনোই আমাদের স্মৃতি থেকে মুছে যাবেন না। ম্যারাডোনা চিরন্তন। আমি তার সঙ্গে যেসব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তা স্মৃতির মণিকোঠায় রেখে দিব। তার পরিবার এবং বন্ধুবান্ধবের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরপারে শান্তিতে থাকুন।

Rangpur24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

More News Of This Category
© All rights reserved ©Rangpur24.com
Md Prince By rangpur24.com