প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোকে হারিয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের একুশ শতকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোববার দুবাইয়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২০০১ থেকে ২০২০ সময়ের সেরা ফুটবলারের পুরস্কারে রোনালদো, মেসি, রোনালদিনহোর সঙ্গে আরো ছিলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ।
এদিকে, একুশ শতকের সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা। আর এই শতকের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।