রংপুরের মিঠাপুকুরে ১৯১ বোতল ফেনসিডিলসহ নুর ইসলাম (৩০) নামে এক কুখ্যাত মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুুলিশ। শনিবার (৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শঠিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নুর ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পাথরহাট গ্রামের গোলাম মোস্তফার ছেলে। রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদসূত্রে মাদকের একটি চালান নিয়ে শঠিবাড়ি এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করার খবর পাওয়ার পর।
ওই এলাকায় মিঠাপুকুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৯১ বোতল ফেনসিডিলসহ নুর ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুর ইসলাম জানায়, সে দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে ফেনসিডিল এনে শঠিবাড়ীসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।