সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামে আতিকা আকতার (১৬) নামের এক কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য নিহতের মা হামিদা বেগমকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আতিকা আকতার ভরতখালী ইউনিযনের দক্ষিণ উল্লাহ গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। সে নবম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আতিকা আকতারের সঙ্গে একই এলাকার রাসেল নামে এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে শুক্রবার বিকেল ৪টার দিকে আতিকা আকতারের সঙ্গে তার মা হামিদা বেগম ও বাবা আমিনুল ইসলাম এবং পরিবারের সদস্যদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।