আব্দুল্লাহ শহিদ বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মালদ্বীপ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়। বাংলাদেশ ও মালদ্বীপ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ইস্যুতে একে অপরকে সমর্থন করে।”
রাষ্ট্রপতি বলেন, মালদ্বীপে প্রায় ৮৫ হাজার বাংলাদেশি কর্মরত। তারা দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশে ‘প্রচুর সংখ্যক’ দক্ষ জনবল রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ আরও দক্ষ জনবল মালদ্বীপে পাঠাতে প্রস্তুত।
তিনি বলেন, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের বহু শিক্ষার্থী বাংলাদেশে অধ্যয়ন করছে। বাংলাদেশে মালদ্বীপের আরও শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।