শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরবাসী কে শুভেচ্ছা জানিয়েছেন রংপুর জেলা বিএনপির সভাপতি, সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রইচ আহমেদ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অমর একুশে ফেব্রুয়ারীর শুভেচ্ছা জানান। এসময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক রইচ আহমেদ বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে পেয়েছিলাম বাংলা ভাষায় কথা বলার অধিকার। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে। এরপর বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী।
বাংলা পৃথিবীর একমাত্র ভাষা যা অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে। আজকের এই শুভক্ষণে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের জানাই শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা।